করোনা বিদ্রোহ


              ✍️ বিপ্রদীপ চক্রবর্ত্তী

মৃত্যু মিছিলের হাহাকার দেশে,
গঙ্গায় ভাসে লাশ--
পেটের জ্বালায় গরীব জাতির
নেইকো কোনো ত্রাস!
কৃষক সমাজ পায়না তাদের 
খাজনার সঠিক মূল্য,
দেশটা আর নেইকো স্বর্গ
একদমই নরক তুল্য।
করোনা কারোর জাত দেখেনা;
গরীব নাকি ধনী!
দেখে না কারোর জীবিকার রেকর্ড;
মালিক না শ্রমিকশ্রেণি!
ডাক্তাররা খাচ্ছে হিমসিম যেথা,
মূর্খরা সেথায় জঙ্গি--
অযথা অকারণ জনাকীর্ণতায়,
অসচেতনতার ভঙ্গী।
মাস্ক যেন কোনো ঠাট্টা তামাশা,
যেন গলার আভূষণ।
রাজনীতির তো ব্যাপারই আলাদা!
যেনো উৎসবের তোষণ--
বাড়ছে সংখ্যা, মরছে মানুষ;
দায়ী কি আমরা নই?
আজ যদি তোমরা না শোধরাও;
পাবে কি শেষে থই?
                                 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন