✍️সৌরভ দেবনাথ
আমি মিলনের গান গাই,আমি মিলনের গান গাই,
আমি জাতপাত হিন্দু-মুসলিম,খ্রিস্টান ভুলে গিয়ে এক থালায় অন্ন খাই।
আমি সেই উদাস বাউল আমি সেই উদাস প্রেমী, আমি সেই কবি গৃহের ফুল,
যেখানে নানান ভাষায় একাকার হয়ে কলমের ছোঁয়ায় গেঁথে কবিতার ফুল।
এই বাগানে মোরা সবাই প্রেমী,বাধিনা কোন
দন্ড ,
একই সুরে লিখি মোরা নানান কবিতার ছন্দ।
কন্ঠ তুমি ঐক্যবদ্ধ করতে চাও তোমার গানের সুরে,
কবি তুমি সঙ্ঘবদ্ধ করতে চাও তোমার লয়ে।
সকল প্রেমীরা চলছে এগিয়ে মনে মিলনের আশা,
কেন-গো তোমরা বিবাদ বাধ? স্রোতে ভাসে রক্তকণিকারা।
একই ভূমিতে থাকি মোরা একই বাতাসে বাঁচি,
হৃদয় মাঝারে সবাই আমরা রাম-রহিমকে রাখি।
একদিন ঠিক বাতাসে ছড়াবে ভালোবাসার সৌরভ,
শুনবে নানান জাতির মিষ্টি কলরব।
চলো আবারো আমরা এক সুরে গান গাই, এক সুরেতে বাঁচি মোরা হিন্দু-মুসলিম ভাই ভাই।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন