✍️ সুপর্না কর
কালবৈশাখী ঝড়ের ন্যায়
তুমি এসেছিলে এই বাংলায়।
তোমার বিদ্রোহী কলমের নিকট
নতমস্তক হয়েছিল সকল অন্যায়।।
ধর্ম নিয়ে করোনি ভেদাভেদ
করেছো সবাইকে আপন।
তোমার কবিতায় ফুটে উঠেছিল
হিন্দু-মুসলিমের মিলন।।
অন্যায়ের প্রতিবাদে হয়ে উঠেছিলে,
বাংলার বিদ্রোহী কবি।
তোমার কবিতায় ঝলসে উঠেছিল,
নতুন ভোরের রবি।।
তুমি সবাইকে সেদিন, প্রেরণা দিয়েছিলে
জাতিভেদ ভুলে, স্বাধীনভাবে বাঁচার।
তাইতো তুমি বিদ্রোহী হয়ে উঠেছিলে
ক্ষান্ত করতে শোষকের অত্যাচার।।
কারাগারে থেকেও তুমি শুনেছ
গোটা বাংলার আর্তনাদ।
তুমিই সেই কাজী নজরুল ইসলাম,
যাঁর গানের মাঝেও ফুটে উঠেছিল অন্যায়ের প্রতিবাদ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন