✍️ মিঠু মল্লিক বৈদ্য
কতকাল পড়ি না,শুনিনা নতুন করে
দ্রোহের ঝংকার,কবিতার চরণে
কিংবা গানের কলিতে,শুনিনা
শুনিনা,সেই ভৈরব নিনাদ।
ধূমকেতুর মতো এসেছিল সে-ই প্রাতে
অগ্নিবীণায় চেতনার বাণী নিয়ে।
রাতের আঁধারে জ্বালিয়ে অনল
দুর্দিনে দেখিয়েছিলে সুদিনের স্বপন।
ঝড়তোলা তোমার "কান্ডারী হুশিয়ার"
ছিন্ন করে পরাধীনতার শৃঙ্খল
এগিয়ে চলার মন্ত্রে করেছে জাগ্রত
উড়িয়েছে অবচেতন মনে চেতন কেতন।
ব্যাথিত জনের মর্মর রোদন
ফুটিয়েছিলে তোমার করুণ কথামালায়।
মেটাতে জাতীর বিদ্বেষ,গেয়েছিলে
সাম্যের গান,খুলেছিলে সুপ্ত মনের দুয়ার।
বাঙ্গালী মনে জ্বালিয়ে দাবানল
বাংলার পটে গড়েছিলে হোমকুন্ড।
পরাধীনতার জরাজীর্ণতা যত হোত্রী সেজে
ঐ কুন্ডে দিয়েছিলে আহুতি।
হে কবি,লোহার গারদ ভেঙ্গেছিলে
পাষাণ বেদীতে,রুদ্ধ মনের দ্বারে
সজোরে করেছিলে করাঘাত-বিদ্রোহী সেজে।
হে "বিদ্রোহী" তুমি চির অক্ষয়জ্যোতি।
সে জ্যোতিতে দীপ্ত হউক মহান ভারতের
আগামীর সূর,ঘুচে যাক সামাজিক নৈরাশ্যতা।
তোমারি দ্রোহের গানে আবারো লাগুক মুক্তির ফাগুন
মুছে যাক সমুদয় অবক্ষয়, সুখ হাসি হাসুক ভারতী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন