✍️ সুস্মিতা মহাজন
বহুদিন ধরে বহুজনে চেনে আমায়,
এদের বেশির ভাগই 'ভদ্র' ও 'শিক্ষিত' পুরুষ;
আমি থাকি নিষিদ্ধ বিদঘুটে অন্ধকার গলির ঘরে।
বেশ সেজেগুজে সুন্দরীও আমি বটে!
তাদের পিপাসা আর ভোগের জন্যই আমার জন্ম,
নিজেকে তুলে দিই কেনাবেচার পাল্লীতে।
আমার সিঁথিতে সিঁদুর দেয়নি কেউ কোনোদিনও,
তবু প্রতিরাতের অন্ধকারে আমার লাশের উপর -
আঁচড়ের চিহ্ন দিয়ে চলে নতুন নতুন আঙুল।
গর্ভধারিণী হই আমিও জন্মদায়িনী মা!
সন্তান আমার হয়ে যায় অচ্ছুত;
সমাজের বুকে শুধু যেন হেলাফেলা।
রজনীতে যারা আমার কাছে লজ্জা বিসর্জন দেয়,
দিনের আলোতেই তারাই সমাজের উজ্জ্বল মুখ।
আমি কাটাই অন্ধকার গলিতে লুকিয়ে রেখে চোখ,
আমার নামটা না হয় "পতিতা" হয়েই থাকুক।
তোমরা হাজারো তারার ভীড়ে উজ্জ্বল জ্যোতিটি,
আমারবেলায় আমি না হয় শুধু নষ্ট চাঁদই রই!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন