✍️গৌতম ভৌমিক
আমি ময়না,
ছোট একটি খাঁচার ভিতর থাকা ময়না
যাকে দিনের পর দিন
জোড়পূর্বক কথা শেখানোর চেষ্টা করো
তোমরা মানুষ জাতি বলো
আমি স্বাধীন না পরাধীন!
আমি মাছ,
যাকে ধরে এনে একটি ছোট
কাঁচের ঘরে বন্দি করে রাখো
শ্বাস নিতে না পারায় অক্সিজেন লাগিয়ে রাখো
যাকে তোমরা বলো অ্যাকোয়ারিয়াম
যা আমার মরণ ঘর
তোমরা মানুষ জাতি বলো
আমি স্বাধীন না পরাধীন!
তোমাদের ঘরে টবে রাখা
আমি সেই অভাগা গাছ যার কাছে
না আসে রবির আলো
না আসে বৃষ্টির বিন্দু
এক ফোঁটা জলের আশায়
তোমাদের পানে চেয়ে থাকতে হয়
তোমরা মানুষ জাতি বলো
আমি স্বাধীন না পরাধীন!
আমরা সবাই তোমাদের হাতের খেলার পুতুল
যে রকম ভাবে আমাদের রাখবে
ঠিক সেই রকম ভাবে আমাদের থাকতে হবে!
আমরা কোন প্রতিবাদ করতে পারবো না!
যদি হিংস্র হয়ে কিছু প্রতিবাদ করতে চাই
তখনই আমাদের মৃত্যু অনিবার্য!
তা হলে এই কেমন স্বাধীনতা?
যে স্বাধীনতা তোমাদের আছে আমাদের নেই!
আমরা,
স্বাধীনতা চাই
মুক্তি চাই
খোলা আকাশের নিচে বাঁচতে চাই
দিবে আমাদের স্বাধীনতা!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন