✍️সুব্রত দেবনাথ
যাদের জন্য এই ভারত বর্ষ,
হয়েছে ধন্য ।
তাদের আজ কেউই নেই,
সবার জীবন হলো বিপন্ন।।
ওরা দেশের জন্য সংগ্রাম করে,
দিয়েছে কত রক্ত,
দিয়েছে কত প্রাণ ,
নিজের স্বার্থকে ব্যর্থ বলে।
দিয়েছে আত্ম বলিদান।।
ভারত স্বাধীন করার জন্য ,
এই দেশের বীরেরা ।
দিয়েছে কত রক্ত!
অকালে ঝরিয়েছে কত প্রাণ।
শুধু দেশের মাটিকে রক্ষার জন্য,
দিয়েছে আত্ম বলিদান।
নিজের স্বপ্নকে বিসর্জন দিয়ে,
দেশের মাটিকে রক্ষার জন্য।
দিয়েছে কত রক্ত,
এই কারণে আজ গোটা ভারত,
তাদের জন্মদিনে আনন্দ!
মৃত্যুদিনে শোক প্রকাশের জন্য,
হয়ে থাকে আসক্ত ।
দেশের মাটিকে রক্ষার স্বার্থে,
কত মা যে হারিয়েছে তার কোল।
তবুও দেয়নি বাধা,
সন্তানের এমন প্রশংসনীয় কাজের জন্য।
আমরা আজ স্বাধীন ভারত বলে গর্ব করি,
শুধু তোমাদের জন্য।
তোমরাই শিখিয়েছো ,গোটা ভারতকে।
কিভাবে দাঁড়াতে হয়
অন্যায়ের বিরুদ্ধে ।।
তোমরাই শিখিয়েছো ,
মৃত্যুতে ভয় নেই, ক্ষতি নেই,
যদি সে মৃত্যু হয় !
সকলের জন্য মঙ্গল।
তাই আজ আনন্দের দিনে,
হে বীর তোমাদের পড়ছে মনে।
জানাই তোমাদের শতকোটি প্রণাম।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন