মোর মাতৃভূমি

       ✍️মনচলি চক্রবর্তী 
হে মোর মাতৃভূমি 
তোমায় বন্দনা করি
ভালোবাসি জননী 
শস্য শ্যামলা এই ধরনী
মোর গর্ব,মোর  প্রাণ 
মাতৃভূমি তুমি মোর অহংকার 
জননী জন্মভূমি  স্বর্গের চেয়েও প্রিয়।
তোমার সুখ সমৃদ্ধিই মোদের   শ্রেয়,
দেশ মাতৃকা তোমার চরণে
দেহ,মন দেই সঁপে
হে মোর মাতৃভূমি 
তোমায়  প্রণমি প্রণমি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন