✍️ অন্তরা সাহা
হারিয়ে যেতে চাই,
খানিক এর জন্য,,
আজ যে আমি,
হতে চাই বন্য,,
বছর খানেক হলো,
যোগাযোগ নেই মনের সাথে,,
আঁধার হলেই,
মন যে আমায় ডাকে,,
সেই ডাক উপেক্ষা করি,
ফুটলে ভোরের আলো,,
এক গাল হাসি নিয়ে বলি,
হ্যাঁ, আজ আমি ভালো,,
মেতেছি ভালোই,
এই লুকোচুরি খেলায়,,
মনের কাছে আবার,
ধরা পরে যাই শেষ বেলায়,,
এই খেলায় হারতে হারতে,
আজ আমি ক্লান্ত,,
কিন্তু মন যে,
কখনো হয় না শান্ত,,
বল কোথায় গেলে,
তোর ডাকে দিতে পারবো সাড়া,,
থাকবি তুই, থাকব আমি,
আর প্রকৃতি দেবে আমাদের পাহারা,,
জানি না কবে আসবে সেদিন,
কথা দিলাম, সেদিন সব বন্ধন ছিন্ন করে তোকে করবো স্বাধীন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন