✍️ প্রিয়াঙ্কা সেন।
ভারত মোদের স্বাধীনতার দেশ,
কত না সংগ্রাম করে পেয়েছি মোদের স্বাধীনতার দেশ।
একদা দেশের মাটিতে ,
বিদেশী শাসকরা এসে , মোদের হাতে তুলে দেয়
পরাধীনতার শৃঙ্খল।
দুই শত সাল শাসকরা এসে ,
দেশটাকে খেল লুঠে।
বিদেশিদের হাতে নির্মম আর তীব্র অত্যাচার, আর হাজারো রকম অমানবিক অবিচার।
দেশ জাতি বিপন্ন,
কৃষকদের নাই অন্ন।
মুক্তির চিন্তাই কেটে যেত রাতভর ।
স্বাধীনতা তরে আজ সংগ্রাম করে অবিরল।
এই স্বাধীনতা তরে রক্ত বুক পেতে দিয়েছিল মোদের
ক্ষুদিরাম বসু ,ভগৎ সিং মত অজস্র বীর সন্তান।
রক্ত ঢেলে দিয়েছিলো মোদের ভাই , বোন
মোদের আপনজন।
কত যে সন্তান পিতৃ হারা,
কত যে স্ত্রী স্বামী হারা।
তাদের রক্ত বিনিময়ে পেলাম মোদের স্বাধীনতার দেশ।
লাখো লাখো মানুষের রক্তে ভেজা নরম মাটি,
ছিল তখন সোনার চেয়েও খাটি।
খালি সাধারণ মানুষ বাঁচার তরে ,
এগিয়েছিল যুদ্ধের প্রাণে যোদ্ধারা ,
রক্ষা করেছিল অজস্র মা বোনের সন্মান ।
তারা প্রতিষ্ঠিত করেছিল একতা।
যারা আজ চলে গেছে ,
বাস্তব সীমানা বাইরে
দেখে যেতে পারেনি
এই স্বাধীন ভারত দেশ,
আমরা আজও স্মরণ করি বীর শহীদদের বলিদান
তাদেরকে স্মরণ করি ৭৪ তম স্বাধীনতা দিবসে ।
আজ ১৫ আগষ্ট স্বাধীনতা দিবসে মন ,
সারা ভারত জুড়ে খুশিতে উচ্ছ্বাসিত ।
আজ কত মানুষের আশা আকাঙ্খা পূরণের দিন,
হিমালয় চূড়া কন্যা কুমারিকার তীরে ,
উড়িছে ভারতে তিবর্ন বিজয়ের পতাকা
জাতীয় পতাকা মাঝে অশোক চক্র আঁকা ।
উড়ে আকাশে বাতাসে অজস্র মানুষের রক্ত ভেজা সুগন্ধময় মাটির গন্ধ ।
কত শত লোক খুশিতে পাগল আমরা ভারত হয়েছি স্বাধীন
আমাদের স্বাধীনতার দেশ লাহুর সাগরে পাওয়া, অমূল্য তার দাম,
এই মর্যাদা" রাখতে হবে " চিরকাল।
গর্ব করে বলতে পারি, আমরা হিন্দু,
আমরা মুসলিম, আমরা খ্রিস্টান,
গর্ব করে বলতে পারি আমরা
সকল হিন্দুস্থানী।
গড়ে উঠুক শান্তির বিশুদ্ধ নগর,
গড়ে উঠুক বিশ্বের প্রতিটি ঘরে ঘরে।
সহস্র কণ্ঠ গায় আজ ভারতে জয়গান ।
"জয়হিন্দ, বন্দেমাতরম"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন