স্বাধীনতা

      ✒️সুস্মিতা দেবনাথ 
পলাশীর আম্রকানন থেকে নৌপথ 
অনেক হল রক্তক্ষয়
একসাগর রক্তের বিনিময়ে 
ভারতের হল জয়।
এপাড় ওপাড় সীমান্তলড়াই
থামেনি কোনকালে
ভাগাভাগি  চলছে দিনরাত
ভাসছে মানচিত্র অশ্রু জলে।
সেদিন ছিল বঙ্গভঙ্গ
কার্গিল-কাশ্মীর
আজ চীন লাদাখ পাকিস্তান 
গিলতে চায় ভারত।
আমরা প্রস্তুত প্রয়োজনে
আরো আরো রক্ত দেবো
তবুও দেবোনা
সূচাগ্রমেদেনী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন