স্বাধীনতা তুমি

   ✍️সৌরভ শীল
স্বাধীনতা তুমি রক্তে লাল শহীদ মিনার।
স্বাধীনতা তুমি বাঙালি আর বাংলার,
স্বাধীনতা তুমি ভোরের দোয়েল পাখি;
কত সুর ধরে আনন্দের ডাকাডাকি।
স্বাধীনতা তুমি হাসবে আবার সোনালি ধানে।
স্বাধীনতা তুমি আসবে বাউলের গানে।
স্বাধীনতা তুমি সংগ্রামের আত্ম বলিদান,
স্বাধীনতা তুমি, হাজারো স্বপ্নের ঘেরা নতুন করে উত্থান।
স্বাধীনতা তুমি ভোরের শিশির বিন্দু,
স্বাধীনতা তুমি গিরি পর্বত সিন্ধু।
স্বাধীনতা তুমি হাসবে আবার নব দিগন্তে,
তিরঙ্গা তুমি আকাশ জুড়ে
হাসবে আবার নতুন করে, আসবে আবার ফিরে নতুন ভোরে।
এই মাটির ছত্র তলে মাগো 
স্বাধীনতা তুমি আমার বাংলার সুভাষ,
স্বাধীনতা তুমি চলো দিল্লি সেই ডাক,
স্বাধীনতা তুমি হাতে হাত,
স্বাধীনতা তুমি ভুলাবে ভাই ভাই বিষাদ
স্বাধীনতা তুমি নব সংবিধান
স্বাধীনতা তুমি বীর শহীদের বলিদান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন