"স্বাধীনতা"

      ✍️জয়তী দেবনাথ
দুইশত বৎসরের বহু যন্ত্রণার পর,
এসেছে আমাদের স্বাধীনতা।
কলুষিত ছোঁয়ায় যায়নি হারিয়ে,
এই পুণ্য -ভূমির পবিত্রতা।।
ব্রিটিশদের শোষণ পারলো কি ভাঙতে,
আমাদের এই ঐক্য ?
বলে গেছি যে শুধু আমরা,
দেশপ্রেমের বাক্য।
১৯৪৭ সালের ১৫-ই আগষ্টের 
সোনালী ভোরের আলো,
হটাল মোদের জীবন হতে বিষন্নতার কালো!
ভারত গগনের সুব্রতার জোরে
কাটলো সকল মেঘ!
তবুও মনে আছে বীরদের বেদনা -ভরা ত্যাগ !!
তোমার কত তনয় মাগো,
হারালো নিজের প্রাণ!
তবুও তাঁরা দিয়ে গেল তোমায় পরিত্রাণ !!
আজও দেখি শহীদ মিনারে তোমার কত বীর,
হাসি মুখে দাঁড়িয়ে যেন, উঁচু করে শীর!!
এই ভারতে যখনই কোনো পাপীর হবে বাস ,
ভারত মায়ের তনয়রাই করবে তাদের নাশ!!
কেউ পারবেনা ভাঙতে মোদের,
ঐক্য এবং প্রীতি !!
১৫-ই আগষ্ট ভারত-মাকে দিচ্ছি প্রতিশ্রুতি!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন