💐মুক্তির দিশারী💐

       ✍️সাধন নমঃ
রাস্তার মধ্যে হাজারও অভাগার চিৎকার।
মাঝে থেকে ডাক আসে
ও পরাণ-দা,পরাণ-দা।
চাইয়্যা দেহি বিধু খারাইয়্যা।
পরাণ-দা লও ঐ শালাগরে  খেদাইয়্যা আনমো স্বাধীনতা।

দাওয়া থাইক্যা মাইয়া কয় - বাপজান স্বাধীনতা কী?
এইডা কি আমাগো আয়ুস ধানের মতো?
সুধাইলাম স্বাধীনতা কোনো গরম ভাতের আভাস নয়,
স্বাধীনতা মানে হাজারও বাপের,হাজারও ভাইয়ের,
হাজারও প্রেমিকের ঝরানো রক্ত।
হাসান দিয়াছে ঢালিয়া,রহিম- মহিম দিয়াছে হাসিয়া।
করুণা হারাইলো পরানের পোলা বিন্ধুরে,
সামিনা হারাইলো ভাইজানের আদররে
ফুলজান হারাইলো নাকছাবিটারে।
তবুও যে পাইলাম না মোরা স্বাধীনতারে।

মাইয়া কয়,বাপজান স্বাধীনতা কিতা হয়?
সুধাইলাম স্বাধীনতা মানে মায়ের সিক্ত আঁচল,
স্বাধীনতা মানে ভাইয়ের কোমল আদর,
স্বাধীনতা মানে প্রেয়সীর গলার মালা,
স্বাধীনতা মানে নতুন ভোর,নতুন অালো,নতুন সকাল।

মাইয়া কয়,ল বাপজান মুইও যাই তোর লগে।
আনমো মোরা স্বাধীনতা আঁচল ভইরা।
রাস্তার চিৎকার আবারও গর্জে ওঠে
স্বাধীনতা স্বাধীনতা,আনমো মোরা স্বাধীনতা
আর নয় হীনতা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন