স্বাধীনতা কীভাবে এল

  ✍️আমিনুল ইসলাম,( রিপন,)
যখনই আমরা হিন্দু, মুসলিম,বৌদ্ধ,খ্রিস্টান হয়েছি একতা।
তখনই ভারতে পেয়েছি স্বাধীনতা।
হাজার শহীদের রক্তের বিনিময়ে হয়েছে ভারত স্বাধীন।
ব্রিটিশ শক্তিকে আমরা ভারতবাসী পদানত করেছিলাম একদিন।
শত শত বীর শহীদের রক্ত হবে নাগো ব্যর্থ,
এই স্লোগানে আমরা এগিয়ে যাই প্রতিদিন।
নেতাজী,গান্ধীজি,নজরুল, ভগৎ, ক্ষুদিরাম, বিবেকানন্দ।
তাদের নেতৃত্বে আমরা ভারতবাসী পেয়েছি স্বাধীনতার আনন্দ।
ভারতের বুকে ফুটলো এমনি কিছু ফুল।
তাদের গন্ধে করেছে আমাদের ভারতকে আকুল।
একতাই ভারতের সবচেয়ে বড় শক্তি।
তাই যুবসমাজকে হাতে হাত রেখে চলার করি আকুতি।
স্বাধীন হয়েছি,স্বাধীন হয়েছি, আজও অনেকে হয়নি স্বাধীন।
সমাজের কাছে আজও অনেকে হয়ে আছে পরাধীন।
আজ আমরা দৃপ্তকণ্ঠে জয়হিন্দ বলে ফেলি।
শত বীর শহীদের রক্ত কিভাবে ভুলি।
তাই আজ ভারত জুড়ে হিমালয়ের শিরে,
অশোক লাঞ্ছিত ত্রিবর্ন পতাকা উড়বে ঐ আকাশে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন