শহীদের ভাই আমি

    ✍️রুবেল হোসেন
নদী দিয়ে গড়িয়ে গেছে 
            অনেক অশ্রু জল, 
ইতিহাসের পাতায় পাতায় 
            রইবে উজ্জ্বল। 
সময় পেরিয়ে গেছে 
            বেশ অনেকটা, 
জঙ্গী হামলায় হারিয়ে যাওয়া 
            হাসানো ভাইটা। 
আটকাতে পারেনি কেউ
            কোনও সেনাবল, 
মারণাস্ত্রে হামলা চালায়
            শত শত দল। 
রক্তার্ত বক্ষ ছাতা 
            কাঁপছে হৃদয় দ্বারা,
মায়ের মুখটি দেখার জন্য 
            আজও দেয়নি সারা।
তিন রাঙা পতাকার দিকে 
            চাইলে গর্ব হয়, 
দেশের জন্য লড়বো আমি 
            করবো না আর ভয়। 
কলম হাতে পত্র নিয়ে 
            লিখছি একটুখানি, 
লিখবো শহীদ স্মরণ করে 
            অমর ভাইয়ের বাণী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন