✍️উজ্জ্বল ভট্টাচার্য্য
শুনছো......
কেউ আছো কি?
কে?কে?
আমি।
আমি কে?
চিনতে পারছো না বুঝি?
আরে কি ঝামেলা!বলবে তো কে?
কি চাই?
আমি স্বাধীনতা।
হ্যাঁ, তো?কি করা?
আজ আমার জন্মদিন।
আচ্ছা,উপহার কি চাও?
তোমাদের সাধ্যে আছে দেওয়ার?
আরে বলে কি'রে! অসাধ্য আমরা চিনিনা।
তাহলে মানুষ হয়ে বাঁচো,
মানুষের মতো হয়ে নয়!
মন্দির-মসজিদ স্বস্তির বারান্দা হোক!
আমার তিনরঙা আঁচলে
আর দাগ কেটোনা,
আমায় তো 'মা' বলে ডাকো
আমি সন্তান কে দুধেভাতে চাই
রক্তের ডোবায় নয়!
ভালো থেকো আমার সোনার ছেলেরা
ইতি তোমাদের ভারতমায়ের আরেক রূপ
''আমি স্বাধীনতা"!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন