✍️ঈশিতা পাল
আমাদের দেশের মাটিতে কৃষাণ ক্লান্তি নাশিত কন্ঠে তার সুমধুর লয়ে
হয় আত্মহারা।
সবুজ ঘাসের বুকে শেফালীর হাসিতে,
বেলা কাঁটে রাখালের সূরলিয়া বাঁশিতে!
চারিদিকে ছড়িয়ে থাকা পল্লবের স্তূপ,
ফণীমনসার ঝোপের আড়ালে প্রকৃতি আজ চুপ।
চুপ কেনই বা না রইবে?
তাঁর কোলে,তাঁর বুকের সন্তান রক্তে সজ্জিত!
চক্ষুর সামনে কত নারী হয়েছে বিধবা, কত যে মা হল সন্তান হারা!
আপনজনের লাশ দগ্ধ লহমায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
রক্তপ্লুত এক ভয়ানক দৃশ্য দর্শিত হচ্ছিল,
এগুলো দেখে প্রকৃত স্তম্ভিত !
বুকে বেদনা নিয়ে মৌনতার ব্রত পালনে লিপ্ত,
তাই এই বিহিনতার মাঝে প্রকৃতি নিস্তব্ধতার রুপ নিয়েছে।।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন