সম্পাদকীয়

আজ ১৫-ই আগস্ট অর্থাৎ ভারতের স্বাধীনতা দিবস। আর এইদিনে ১৯৪৭ সালের ১৫ ই আগষ্ট ভারত স্বাধীনতা পেয়েছিল। ইংরেজরা প্রায় দুইশত বছর কুশাসন করার পর যখন নেতাজীর কঠোর ব্যাবস্থার পর ইংরেজ সরকার বুঝতে পেরে, এখন থেকে আর ভারতে থাকা যাবে না। তখন দেশ স্বাধীন হয়েছে।  কিন্তু সেটি ছিল রাজনৈতিক স্বাধীনতা। কারণ দেশ স্বাধীন হওয়ার পরও দেশের মানুষ এখনো অনেকে রাতে খাবার না খেয়ে ঘুমায়। কারণ আমরা  অর্থনৈতিক স্বাধীনতা পায়নি। স্বাধীনতা যদি হয়,তাহলে সব দিক দিয়ে আমাদের স্বাধীনতা পেতে হবে,তাহলে স্বাধীনতার মূল মানে বুঝাবে। তাই আমাদের জীবনের প্রত্যেক দিকে স্বাধীনতার জন্য লড়াই করতে হবে। 
শুভেচ্ছা এবং ধন্যবাদান্তে-
গৌরাঙ্গ সরকার 
সম্পাদক 
নবোন্মেষ সাহিত্য পত্রিকা ত্রিপুরা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন