✍ সুমিতা স্মৃতি।
ভারত আমার মহান ভারত,
তুমিই আমার স্বপ্ন।
তোমাতে জনম লয়ে আমার,
জীবন হয়েছে ধন্য।।
ভারত আমার মহান ভারত,
তুমিই আমার আশা।
তোমার মাঝে ঠাই পেয়েছে,
কত শত ভাষা।।
ভারত আমার ভারত ওগো,
তুমি খুব মহান।
তোমার কাছে সকল ধর্ম
পেয়েছে মর্যাদা সমান।।
ভারত আমার ভারতবর্ষ,
শ্রেষ্ঠ তোমার বিচার।
জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে,
সবার সমান অধিকার।।
ভারত আমার স্বপ্নের ভারত,
সত্যি তুমি মহান।
তোমার মাটিতে জন্মেছেন
হাজার হাজার বীর সন্তান।।
ভারত আমার গৌরব তুমি,
তুমি আমার জীবন।
তোমার জন্য করতে পারি,
হাসিমুখে মৃত্যুবরণ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন