✍️সঞ্জয় দত্ত
আজ স্বপ্নে দাবানল দেখেছি,
কালের আশায় মরবো কেন?
দুটো গুলি দে
পাষাণের কাজ করবো।
আমি বৃষ্টি কণা গুলোকে
পাথর দিয়ে আটকে রেখেছি।
মিছিলের লাইন টা দেখলে মনে হয়!
শ্মশানঘাট আজও বুক ফুলিয়ে কথা বলবে।
দগ্ধ হাওয়ায় হাহাকার করে মাতৃভূমি,
ঝুঁকে গেছে বট গাছ বাঁচার স্বপ্ন দেখে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন