অনিকেত ঠিকানা

✍️ শুভ্রা সাহা

    মহামিলনের এই মেলায় 
তুমি কি একাকী খুঁজে নিতে পার 
সমৃদ্ধতায় পূর্ণ কোন অনুভূতিকে ?
     হয়তো বা কেউ এক গাল হেসে 
    তারপরে চলে যাবে 
      ঠাসা ভিড়ে পিঁপড়ের পথ খুঁজে ।
   তুমি অসহায় অবাক চোখে -
    আবারও খুঁজবে কাউকে -
     ; অন্য ঠিকানার ।

      প্রীতির কোনো বাধা কাউকে কখনও 
      একা করে না ।
     সম্পর্ক গড়ে ওঠে তখনই 
     যখন তুমি এগিয়ে যাবে ।
  অন্য পথিকের অসহায় 
    পথ খোঁজা কে আপন করে ,
   আন্তরিকতার ভিড়ে মিশে যাবে ।

তোমার পূর্ব মৌন মুহূর্তগুলোর জন্য
 এক সকরুন ব্যথা বিদীর্ন মনে 
     সময়ের আক্ষেপ করে ,
    মনের গভীরে  অন্য ব্রহ্মাণ্ডের জন্য 
       আকুল হও তুমি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ