প্রেমাপন্ন


✍️ কৃষ্ণকুসুম পাল

প্রেম করতেই হয়,
যারা হাত বাড়িয়েছিল-
ওরা প্রেম না করে ভুল করেছিল।
প্রেমের রসায়ন বুঝতে হলে
চার,পাঁচটি প্রেম করতে হয়
জলপ্রেমী বীজের মতো-
প্রেমে ডুবে থাকো,
যে প্রেম করছে না-
সে বাঘের মতো বিপন্ন হবে
যে প্রেম করবে না-
সে শ্মশানে পস্তাবে,
যে প্রেম করেনি- 
সে শিক্ষা বিমুখ।
প্রেম বাঁচতে শেখায়,
পরকীয়া প্রেম নয়-
অতৃপ্ত যৌবনজ্বালা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ