নিঝুমতা পেরিয়ে

✍️ সঙ্গীতা গুপ্ত

এই শহর এখন নিঝুম
দাবদাহের পর শীতল স্পর্শের দিকে মুখিয়ে
জমাট কালো মেঘের আড়ম্বর,
অভিমানী আকাশটা যেন
সহসাই আমার বুকের উপর,
কতকাল তুমি মৌন
জীবনের কথাগুলো আঁধারে
এই শ্রাবণ দুপুরের স্নিগ্ধতায়
শরীর মন ভেসে যায় বৃষ্টি ভেজা পথে,
জলরং ভরাট আকাশ
একঝাঁক মুক্ত পায়রা উড়ে গেল,
বৃষ্টি ভেজা উপোষী রাতের আঁধারে
উপশম কেবলই তুমি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ