✍️ অপাংশু দেবনাথ
-------------------------
এতো বৃত্ত চারিদিকে এড়াতে পারিনা আমি,
অবশেষে সেই রাতে ছেলেসহ ঢুকে পড়ি।
বাবা বলতেন, তাঁর একদৃষ্টে চেয়ে থেকে
মাথা ঘুরে যেত খুব,ছেলেটারও একরোগ।
অতএব, সে ঘুমোতে গেলে আমি স্থির চোখে
দেখি, বাঙালির বুকে এসে ক্রমাগত ওই
বৃত্তগুলো ঢুকে যেতে থাকে, নির্বোধ চিত্তে
আমিও গড়াতে থাকি যেন অনাদি কালের
পড়ে থাকা মাঠ। আর, পটু খেলুড়ে তোমার
ক্লান্তিহীন দৌড়ক্রীড়া, সবুজ সরণি ধরে।
ছুটে যাচ্ছো নগরের যাবতীয় অন্ধগলি
পেছনে ফেলে নীরবে,অন্ধকারে মাঠ নেই,
ভ্যাপসা গন্ধে সাজানো তোমার জন্য ওখানে।
চিপা গলিপথ ভেবে শিউরে উঠি, শরীরে
জ্বর নিয়ে কেঁপে উঠো, রোজ রাতে আসে জ্বর।
হরিৎহৃদয় মেলে তবু আমি বৃত্তভাঙি,
বৃত্ত আঁকি, তুমি এসে জালে জড়াবে বলে।
0 মন্তব্যসমূহ