লোকে কি বলবে


✍️ বিজয়া শর্মা

নিজের খেয়ালখুশি মত পারি না চলতে
পারি না নিজে কিছু করতে,
পাছে লোকে কি বলবে।

সর্বদাই থাকি আড়ালে
সম্মুখে পা বাড়াতে পারি না,
পাছে লোকে কি বলবে।

পছন্দের পোশাক পরতে নেই
 ইচ্ছা মতো ঘুরতে নেই,
পাছে লোকে কি বলবে।

ছেলে বন্ধু রাখতে নেই
নিজের মতো সাজতে নেই,
পাছে লোকে কি বলবে।

জীবন কিন্তু একান্তই নিজের,
তাও লোকে কি ভাববে।

বলছি লোকের কথা বাদ দিয়ে,
এবার নিজের কথাটা কি ভাববে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন