প্রেয়সী


✍️ প্রবীর পাঁন্ডে

আজকে জোৎস্না রাতে রূদ্ধ দ্বার খুলে
এসো দেবী জ্যোতির্ময়ী স্নিগ্ধ দৃষ্টি তুলে। 
দুটি করে বদ্ধ করে নিয়ে এসে আলো, 
আমার হৃদয় মাঝে দীপ খানি জ্বালো। 
লক্ষ কোটি বর্ষ ধরে অন্তরে আমার
পুঞ্জীভূত হয়ে আছে যত অন্ধকার
দূর করে দাও আজি আলোর প্রকাশে। 
ধন্য করো হে আমায় নিরব পরশে। 
ওগো প্রেয়সী পূর্নিমা দিব্য ধাম বাসী
অঙ্গে অঙ্গে ঢেলে দিয়ে সুধা রাশি রাশি;
আমার হৃদয়-মন চির তৃপ্ত করে
মিটাও রূপের তৃষ্ণা নিমেষের তরে। 
আলোর ছটায় ভরে আমার আলোয়
সৌন্দর্য প্লাবন এনে ঘটাও প্রলয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ