✍️ অভিজিৎ চক্রবর্ত্তী
সজীব আমার বড়ো হয়েছে কাজ কাম কিছু করে না।
বাংলা বিষয়ে অনার্স নিয়েও কলেজের ধার ধারে না।।
বাবার পয়সা উড়িয়ে চলে বন্ধুদের সাথে মিশে।
মদ গাঁজা খেয়ে ঘুরে বেড়ায় আনন্দ উল্লাসে।।
ছাত্র হিসেবে নেহাত সে এতটা খারাপ ছিলো না।
মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক দুটোতেই অল্পতে প্রথম হলো না।।
সবার কত আশা ছিলো মস্ত বড়ো মানুষ হবে।
সে আশা আজ নিজের জন্যই সূর্যাস্তে গেলো নিভে।।
কলেজ শেষেই বাড়ী ফিরে মন বসে না কাজে।
পকেট খরচ চায় না দেখো আপন চক্ষু লাজে।।
আগের সজীব কোথায় যেন হারিয়ে গেলো আজ।
সময়ের ফেরে খোঁজে দেখো ছোট্ট একটা কাজ।।
অবশেষে বেছে নিল শিক্ষকতার কাজ।
উড়নচন্ডী আরবী ঘোড়া বড়োই শান্ত আজ।।
নিজেকে নিয়ে ভাবার কথা কবেই গেছে ভুলে।
নানা দুঃশ্চিন্তা যেন সর্বদা মাথার মধ্যে ঝুলে।।
সজীব একটা মেয়েকে ভালোবাসে, বিয়ে করতে চায়।
কিন্তু সরকারী চাকুরী নেই তার এটাই কাল হয়ে দাঁড়ায়।।
একদিকে প্রণয়ী প্রেমিকা অন্যদিকে নিজের পরিবার।
শত দুঃখ কষ্টেও দুটো সামলানোই তার দায়ভার।।
অবহেলা করে কর্তব্য থেকে যায় নি কভু সরে।
সুখের জীবন কাঁদছে দেখো সময়ের হের-ফেরে ।।
জীবনের কাছে হার মানা তাঁর স্বভাব সিদ্ধ নয়।
ভালোবাসার শক্তি মৃত্যুকেও করে পরাজয়।।
এখনও তাই লড়াই করে চলছে তার জীবন।
এমন সজীব বিশ্বজুড়ে ঘরে ঘরে লড়ছে আজীবন।।
0 মন্তব্যসমূহ