শব্দের ঘরবাড়ি

✍️ মাধুরী লোধ

শব্দেরা ঘর বাঁধে  অনেক রয়ে সয়ে মন খুশিতেকবিতা কোটরে
কবির কলম চোখ প্রেমিক ভাবুক অভিমানী হয়ে উঁকি ঝুঁকি মারে ।
বর্ণ মালার পালকগুলো কলমের ঠোঁটেকালো পিঁপড়ে হয়ে চলে ইতি উতি
খুঁজে আনে বাল্যশিক্ষা ধারাপাত যোগ বিয়োগ গুণ ভাগ সাপ লুডু  লাভ ক্ষতি ।
গাছ আসে ফুল আসে ফল হাসে আসে  জীব জড় আসেলতা গুল্ম
পাহাড় হাসে  ঝর্ণা বয় মাটি জল নদীচর আসে হাওয়া বাতাস  মহাকাশ মহাশূন্যে ।
কবি ভাই রসে মজে হন রোমান্টিক প্রেমিক সাগরে আসে  যখন জোয়ার 
নৌকায় পালতোলে জাহাজে দম ফেলে   ডিঙগি নৌকায় হয়ে যান স ওয়ার ।
ঘাটে বসে কনে বৌ বিরহীনী বা বিয়ের ঘট পুরায় পঞ্চ এয়োতি  নেচে গেয়ে
কবি হাসেন সাঁতার মেলা , মৎস্য ধরা হঠাৎ কবি বদখেয়ালে খাতায় রাখেন লিখে ।
বাজারে বাড়ে আগুন দর রাস্তায় হঠাৎ অকারনে হয় চাক্কা জ্যাম 
কবিতায় চাষ করেন কবি আমাদের বাঁচতে দাও সুস্থ ভাবে  থামাও ঘ্যান ঘ্যান ।
আমরা চাই মানুষের মতো বাঁচার অধিকার হটাও শোসন নামের প্যান প্যান ।
শব্দের ফুল ফোটে কবিতার ময়দানে কেউ বলে পাগলের প্রলাপ প্রতিবাদী
কবিরা  তো কাউকে করেন না খুন জখম  তাঁরা থাকেন সমাজ সাথী ।
শব্দের বাগান থেকে তুলুন অমূল্য ফুল্ল কুসুম মাখুন অবয়বে প্রফুল্ল মনে চিত্তে
শব্দেরা কবিদের বানান ধনী মানী জ্ঞানী কবিরা  কলম ধরেন পরহিতে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ