ভেজা নীড়


  ✍️ অন্তরা ভট্ট

রঙিন পাতার স্বপ্ন দিয়ে তৈরি সেই ছোট্ট ঘর
হালকা হাওয়ায় নড়বড়ে হয় সারাক্ষণ
দুলছে দোদুল দোলে খোলা ছাওয়ায়
লাগছে যে বেশ চমৎকার।
হালকা করে মেঘ জমেছে
নামলো বৃষ্টি সেথায় 
বৃষ্টি ভিজে যাচ্ছে যে তার পাতার রঙ
ঘরের কোনে জমলো বুঝি হালকা জল
হঠাৎ করে বজ্রাঘাতে 
ভাংলো বুঝি গাছের ডাল
থাকবে কোথায় ভাবছে বসে
এ কেমন কর্মফল।
পূব আকাশে তাকিয়ে থাকে
আসবে ঊষা কবে
বৃষ্টি থামুক বাঁধবো বাসা
স্বপ্ন আসবে ফিরে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ