জনার্দন ✒️
কতটুকু দূরত্ব মাপার পর তুমি আপন হবে,
বলে দিও;
আমি এখনও একাই আছি,
শরৎ কিংবা বসন্তের পর' আমি আরো একা হয়ে যাবো।
তুমি যদি প্রণয়ের পরিধি বাড়াতে না' পারো,
সে'টা আমার মন্দভাগ্য,
আমি না'হয় দূরত্বটা কমিয়ে নেবো।
যতটুকু পরিধি তুমি মেপেছো,
আমি ঠিক ততটুকুর হিসেব গুছিয়ে রেখেছি।
তোমার ইচ্ছের জঠরে আমি অনন্তকাল;
আমার সুলেখনগুলোতে,
তোমার ইচ্ছেগুলোকে সাজিয়ে রেখেছি।
একা জীবনটাও যে একটা অনুভূতি!
সেরকমই কিছু একটা মনে হয়, এখন;
হোক 'না সেটা ব্যথার অনুভূতি।
বুকের গভীরে শুধু খরা,
গ্রীষ্মের কাঠফাটা রোদের মতো ;
নিঃসঙ্গতায় শুধু, তোমার ইচ্ছেগুলো নিয়ে ভাবি।
এখনও একই ভাবে, একই জায়গায় আছি,
এতটাই মন্দভাগ্য যে' আমার
আর কিছু বলার অপেক্ষা রাখে না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন