আমার বাংলা ভাষা

বিজয়া শর্মা ✒️

বাংলা আমার প্রথম বুলি,
বাংলায় গাই গান।
বাংলা আমার মাতৃভাষা,
বাংলায় আমার প্রান।
শুনেছি গো ইংরেজি নাকি,
সবার সেরা-
আমি বাপু বড্ড গেঁয়ো,
হৃদয় আমার বাংলায় ঘেরা।
বাংলা ভাষায় আবেগ ঘেরা,
আছে কত সুখ।
এই ভাষাটা শুনলে পরে,
গর্বে ভরে বুক‌।
বাংলা আমার জন্মভূমি,
বাংলা মায়ের ভাষা।
বীর শহীদদের রক্তে কেনা,
আমার বাংলা ভাষা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ