রেজাল্ট

 সুজাতা পাল ✒️

দুটো কপোত কপোতী
একজন ছাড়া অন্য জন অসম্পূর্ণ
ঠিক যেমন হরিহর আত্মা।
টেট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার
পর পরই চাকরি পেয়ে যায়।
এখন আর মাঠে ময়দানে, পার্কে বসার দরকার পড়ে না।
বাড়িতে জানিয়ে  সোজা ছাদনাতলায়।
সেদিন কি মনে করে বেরিয়েছিলো ফুচকা খাবে বলে দুজনে।
রাস্তা পারাপারের সময় হঠাৎ বুকের ভেতর প্রচন্ড ব্যাথা অনুভব করলো।
লুটিয়ে পড়লো দেহটা। ওর ওয়াইফ মূর্ছা যায়।
একটা বুলেট এসে এফোড় ওফোড় করে দিয়ে যায়।
সবাই বলাবলি করছিলো: গতদিন এক অন্য প্রকার রেজাল্ট বের হলো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন