অসীম দেববর্মা ✒️
বাড়ির সামনেই রাজপথ
পথের উল্টোদিকে বিশাল
বটগাছ
পাখিদের মধুর কূজনে ঘুম
ভাঙ্গে,
আবার
দিগন্ত কাঁপিয়ে পাখিরা বিশ্রামে যায়।
একা আমি চার দেওয়ালের ঘরে বদ্ধ!
কংক্রিটের বেড়াজাল
অসাড় দেহ নড়বড়ে চলন
দোদুল্যমান মনের অবস্থা
বিবাগী অনুভূতি
স্মৃতিরা নিকোটিনের ছাই
সম্পর্কের নাগপাশ
দু'চোখ ঝাপসা
ভাত ঘুম উধাও।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন