মায়া রানী মজুমদার ✒️
প্রেম বড় অসহায় ওগো
ফিরে দ্বারে দ্বারে,
কত কাতর আহ্বানে ডাকে
প্রেমিকাকে বারে বারে।
আদর সোহাগের মায়া জালে
হতে চায় বন্দি,
অথৈ প্রেম সাগর তীরে
আঁকে নানা ফন্দি।
কত অনুনয় বিনয় আর
কত সভয় উদগ্রীবতা,
প্রেমিকের করুণ চাহনিতে
রয় কত না অসহায়তা।
সভয় কাটিয়ে তুমি ওগো
নাম প্রেম নীরে,
অভয়ে সিক্ত কর মন
অতি ধীরে ধীরে।
প্রেম বিনা ধরণী মাঝে
বিফল এ জনম,
জীব প্রেমে ধন্য হয়ে
সফল করো জনম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন