রাজা দেবরায় ✒️
একজন মানুষের কাজের পরিধি বড়-ছোট হতেই পারে। অনেক ভাগও থাকতে পারে। আমাদেরও একই মানুষের কাজের ভাগগুলোকে ভিন্ন দৃষ্টিকোণেই দেখা উচিত।
যেমন অভিনেতা ও রাজনৈতিক ব্যক্তিত্ব একজনই হতে পারেন। কেউ কেউ অভিনেতা হিসেবে বেশি পছন্দ করতে পারেন, কেউ কেউ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পছন্দ করতে পারেন এবং কেউ কেউ দুটোকেই পছন্দ করতে পারেন। আবার একইরকমভাবে অপছন্দও করতে পারেন।
মানুষ তো একজনই। কাজের ক্ষেত্র ভিন্ন ভিন্ন। অভিনেতার সাথে রাজনৈতিক ব্যক্তিত্বকে গুলিয়ে ফেললেই সমস্যা দেখা দেয় স্বচ্ছ দৃষ্টিভঙ্গিতে। আলোচনা-সমালোচনা থাকতেই পারে এবং থাকবেই। কিন্তু দুটো বা তার অধিক কাজের ক্ষেত্রের একই মানুষকে একজন হিসেবে দেখলেই মূল্যায়নে স্বচ্ছতা থাকেনা। তাই একই মানুষের ভিন্ন কাজের ক্ষেত্রে ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকতেই হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন