এক বসন্ত উৎসবে

 কৃষ্ণ ধন শীল ✒️
                 

এক বসন্ত উৎসবে আমি তোমাদের সাথে 
নব নব কিশলয়ে ভরাবো বাগান, 
আমি গাছ নয় তবুও হে বৃক্ষ তোমাদের সাথে 
একত্রে সবুজের সমারোহ করবো প্রদান!

সৃজনী মহীর সন্তান মোরা শুধু দুটি রূপ 
ফাগুনের বেলায় অবলীলায় তাই মিশিতে চাই,
শুষ্ক অশ্রু বারিধারা নিমেষে হবে চুপ 
নব পাখির দল ধরবে তান আমাদের আঙ্গিনায়।

তুমি দেবে ছায়া ফুল ফল আর পাতার বাহার 
আমি তোমায় ভালবেসে দেবো জল আর স্নেহ,
আগামী বসন্তে মহীর তরে এ উপহার 
বসন্ত উৎসবে এক সাথে দূরে নয় কেহ!

মহীর হৃদয় জুড়ে সেদিন যত হিংস্র কাকের দল 
দেখবে চেয়ে গজে ওঠা ভালোবাসার বন,
কুঠারাঘাত নয় বরং স্বার্থহীন প্রেমে বল
বসন্ত উৎসবে এভাবে চলো সাজাবো ভূবন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন