কাজ করে যাও

বিপ্লব গোস্বামী ✒️

সবার কাছে ভালো হওয়া কি যায়?
কিছু লোকে মন্দ বলবে তোমায়।
তাই বলে কি তোমার মন কষ্ট পায়?
অজান্তে হয় তো অনেকেই গুণ গায়।

সব কাজে কি সবাই বলবে ভালো?
কিছু কাজে মন্দ বলবে লোকে।
তাই বলে কি জ্বালাবে না আলো?
ক'জন না হয় থাকুক একটু সুখে।

নিজের কাজ নিজে করে যাও
যে কাজেতে আত্মতুষ্টি পাও।
পরের কথা নাইবা দিলে কানে
একদিন হয় তো ভাসবে গুনগানে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন