কল্পনাতে মিছে বাসা

 সাবেরা আতিক ✒️

স্বপ্ন দেখি দুই চোখে আজ
স্মৃতির পাপড়ি মেলে,
সেই যে গেলে আর এলেনা
আমায় একা ফেলে।

আফসোস করেই কাঁদতে যদি
হয়গো আমার বনে,
তবুও সুখ বুকে আমার
কষ্টটা থাক মনে।

মনের মানুষ মনেই থাকুক
চিল শকুনের ভয়ে,
কেঁদেই না হয় কাটাবো বনে
তোমার স্মৃতি লয়ে।

ভালবাসার স্বপ্ন দুয়ার মেলে আজও থাকি
স্বপ্ন রঙীন দিনগুলি মোর
দিয়ে যায় যে ফাঁকি।

কল্পনাতে বাঁচবে কি আর
তোমার ভালোবাসা,
দূর থেকে তাই স্বপ্ন দেখি
বাঁধি মিছে বাসা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ