ছু্ঁয়ে থাকি

নিবারণ নাথ✒️

       সারা রাত ছুঁয়ে থাকি
       এক টুকরো আগুন
       চোখের কোনে সাজিয়ে রাখি।
       টুকরো টুকরো স্বপ্ন
       ক্লান্ত দিনের বেদনা
       ভালোবাসার গন্ধ
      প্রাণের খোঁজেই দেখি।
      আমার আমিই
      আমার ঘাম
      আমার রক্ত আবার
      শেষ সূর্যের আলোয়,
      সুখ সন্ধ্যায়
      নিরন্তর টানে আমার আশ্রয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ