স্বপন দেবনাথ ✒️
আমি নিরব মনে দেখেছি --
এক সুন্দর ফুটফুটে রাত বিলীন হয়ে যেতে
নতুন এক সূর্যোদয়ের তাগিদে।
আমি নিরব মনে দেখেছি --
আঁধারী হাওয়া সুমধুর তানে বয়ে যেতে
আমায় ছেড়ে তোমার প্রান্তরে ।
আমি নিরব মনে দেখেছি --
জন-কল্লোলের মতো জোনাকিরা ছুটে যেতে
সেই আবার, তোমার আঘ্রাণের টানে।
আমি নিরব মনে দেখেছি --
চমৎকার দৃষ্টিতে তাকিয়ে থাকতে রাতের পরী
একই নজরে, আমাদের অভিমুখে।
আমি নিরব মনে দেখেছি --
এই আঁধারে এলেই তোমার মুখশ্রী বারম্বার
খুঁজে পাই এই আঁধারী সৌন্দর্যৈ।
আমি নিরব মনে দেখেছি --
যতবার তোমায় খুঁজে পাই
ততবারই উন্মিলিত হয় আমার মাঝে
চির প্রশান্তি, আর প্রশান্তি।
0 মন্তব্যসমূহ