আপন ভাষা
অনুশ্রী ভট্টাচার্যি ✒️
বাংলা মোদের মাতৃভাষা, মোদের গর্ব মোদের আশা।
এই ভাষাতে জড়িয়ে আছে হৃদয় ভরা ভালোবাসা।।
এই ভাষাতে বলতে পারি মন খুলে সব কথা।
বাংলা মোদের ভুলিয়ে দেয় মনের সকল ব্যাথা।।
সুকান্ত, নজরুল, রবীন্দ্রনাথের সেই মন জুড়ানো গান।
বাংলা যেন ফিরে পায় তার বিকশিত প্রাণ৷৷
মুক্ত হাওয়ায় বাজে যখন সেই বাংলার সুর ৷
বাংলার বুকে ফিরে যেন পাই সেই অমূল্য কহিনূর।।
সবুজ মাঠে লতানো ঘাসে, বাংলা মায়ের দৃশ্য ভাসে।
নদীর ধারে বাউলওয়ালা গান গেয়ে যায় প্রান উল্লাসে ।।
রংবেরঙ্গের তুলির টানে আঁকি মোরা বাংলার মুখ ৷
মাতৃ বাংলার স্পর্শে মোরা খুঁজে পাই বিরাজমান সুখ।।
পূর্ণ হবে মোদের আশা বাংলা সুরের ছন্দে।
গর্ব করি বাঙালী হয়ে বাংলা বলার আনন্দে।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন