এক প্রকার স্বপ্ন

অনুরাগ ভৌমিক ✒️

স্বপ্ন তো খোলামকুচি,কুড়িয়ে নিলেই হয়।

এমন এক স্বপ্ন দেখা একা রাত-
ভোরমুখো তরঙ্গময় হাঁটে।

আলো,আলোক উজ্জ্বল হবে আগামী কালের সকাল,
এটাও এক প্রকার স্বপ্ন,
যা আমাকে তাড়ায়, তাড়িয়ে বেড়ায়,
অথবা নিজে থেকে লোভাতুর-
ছুটে যাই দূ্রান্তর,আরোও দূর-
যেখানে সূর্য তার ছানাদের আগলে রাখে,

খোলামকুচি তারাগুলো ডেকে নিয়ে যেতে চায় আকাশে।

এদিকে গোমতীর জলে ঢিল ছুঁড়ে
মনোরম আনন্দে মেতে উঠি,
বয়ে যায় বাসী ফুলের মতো সমস্ত উচ্ছাস...

একটি মন্তব্য পোস্ট করুন