নীলিমা দাশগুপ্তা✒️
বাংলা ভাষা কেড়ে নেবে
নিষ্ঠুর জিন্নাহ পাকের ভাষণ।
উর্দুই হবে একমাত্র রাষ্ট্রভাষা
ওরা করবে বাংলা শাসন।
তার প্রতিবাদ করতে গিয়ে
ছাত্ররা মিছিলে নগ্নপায়ে দিলো যোগ,
দমাতে মিছিল মাঝে
পুলিশ ঝাঁঝরা করলো ওদের বুক।
ছালাম বরকত রফিক জব্বার
শফিক জীবন দিলো ঢেলে,
তাঁদের রক্তের বিনিময়ে
বাংলা ভাষা স্বাধীনতার ডানা মেলে।
বায়ান্ন সালের একুশ ফেব্রুয়ারি
ভাষা রক্ষায় জীবন দিলো যারা,
বিশ্বের কাছে প্রতি বছর
শহীদের মর্যাদা পায় তাঁরা।
বসন্তের এই দক্ষিণা বাতাসে,
শহীদ মিনার স্মৃতির ফলক মাঝে
গভীর শ্রদ্ধায় পুষ্পস্তবক অর্পণ দুহাত ভরে।
দোয়া করবো তাঁদের তরে।
শ্রদ্ধা নিবেদন সব শহীদ স্মৃতির স্মরণে।
0 মন্তব্যসমূহ