রূপসী

মিঠু মল্লিক বৈদ‍্য✒️

তোমার রূপে আমার অনন্ত ভালোলাগা
জীবনের আলপথ ধরে হেঁটে গেছি
তোমারই অমোঘতায়
ক্লান্তি এলেও ভুলেছি অপার স্নিগ্ধতায়।

রঙচড়া গোধূলিতে- তোমার এলোকেশি রূপ
বসন্তের অনন‍্য উল্লাস,
পলাশের রুদ্রতা তোমার বৈভব, 
সবুজের মোহনীয়তায় প্রাচুর্য‍্য।

তাই আমি ঘুরে ঘুরে খুঁজতে চাইনা
অন‍্য কোন রূপসী ললনা,
তোমার চুলের মায়াবী ঘ্রাণ, শ‍্যামলী বাহার
আমার শৈশবের উচ্ছ্বাস,যৌবনের প্রেম,বার্ধ‍ক‍্যের বিলাস।

তোমার পথেই হউক আমার যাপন
আগুনি বুকে অন্তিম সমর্পণ।
সবুজের টানে অবুঝের ভিড়ে অটুট থাকুক বন্ধন
চির চঞ্চল চির প্রশান্ত এই রূপসী বাংলার ভুবন।

তোমাতে সমর্পণ জীবনানন্দের বনলতা,
রবী ঠাকুরের সোনারতরী,
নজরুলের ঝিঙ্গে ফুল আরো শত কবির উদ্দীপনা
তাই তো বারে বারে চাই এই শ‍্যামলী বুকের উষ্ণতা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ