চিঠি

 
 --- চন্দন পাল

জন্মদিনে শুভেচ্ছা নিও ঠাকুর, 

একশ ষাট বছর আগে তোমার ধরাতে যেমন,
আকাশ বাতাস নদী গাছপাখি হাসতো গাইতো বইতো,
আজ আমার ধরাতেও তাই বয়।

গাড়ি নেই ঘোড়া নেই,  পা'এ হেটে চলে পথ।
হাসপাতালে ভীড়নেই, শাকভাতে চলে রথ।  
আকাশে লোহার পাখি, আনাগোনা নেই তত
পরিযায়ী পাখি ফিরে, আকাশে আগের মত।

জানো ঠাকুর, কিছুদিন আগেও ,,,,,
সৈকতে কাঁকড়া ফ্লেমিঙ্গো ডলফিন ঘেষতো না, আজ অনুভব করি।

আমরা জঙ্গল দেখতে যেতাম,
আজ বুনোহাঁস, নীলগাই, হরিণ, শীল, দুম্বা দালান দেখতে আসে।

নগরী থেকে আকাশ দেখা যেতো না, আজ আকাশ পৃথিবীকে চাখে। 

গঙ্গা যমুনার জল নির্মল ছিল কই! আজ বিনাব্যয়ে আয়নাময় স্বচ্ছ। 

শুধু একটু তফাৎ ,,, 
তোমার আশপাশ  ছিল করুণা ভরা,
আর আমরা ক্ষুদ্র করোনায় ক্লিষ্ট। 

প্রতিযোগিতা আর অহংকারে স্বর্গ মর্ত্য পাতালে যারা বিক্রমে ঘুরতো , 
আজ মুখাবরণী আর পাজামায় ঘরবন্দী। 
সঙ্গে আমিও। ক্ষমা করো ঠাকুর।

 ------------ প্রণামান্তে চন্দন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন