মুন্সি দরুদ
শান্তির কেতন হাতে যদি আর একবার
ফিরে আসতে কবিগুরু তুমি,
আজও অপেক্ষা করে বিশ্বভারতী ।
পাহাড় পরিমাণ বইয়ের গাদায়
ধুলো পড়েগেছে, ঝাড়বার কেউ নেই,
এসে একবার দেখে যাও -
তুমিবিনা ফাঁকা লাগে ঝোনাঝুরির হাট,
তুমি ফিরে এলে খুশি হবে প্রকৃতির বাট ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন