নৃপেশ আনন্দ দাস
মেয়ের প্রশ্ন,
বাবারা কি বটগাছের মতো ?
এ প্রশ্নের উত্তর কোন দিনই কোন পিতা হয়ত খুঁজে নি !
বাবা নিজের অজান্তেই বটেরই ডালের মতো হাতখানি, ওর মাথায় বুলিয়ে, স্মিত হাসিতে স্নেহ ঢেলে দেয় ;
শুধু অপলক চেয়ে থেকে কথা বলে, অন্য একটা বটগাছের সাথে ।।
জীবিত বলেই,
মাঝে মাঝে নিজের বুকের ভিতর বিদ্রোহও জন্ম নেয় ।
সে বিদ্রোহ হারও মানে, বারে বারে ।
এ বিদ্রোহে কখনো পিতা কাঁদে, কখনো মাতা, আবার কখনো ভাই কিংবা বোন ।
সবাই-ই এক একটা বট, অথবা পিতা, অথবা,
প্রতিটি পিতাই যেন এক একটি বহুবচন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন