রুপালী রায়
শেষ বিকেলটা আজও আমার কাছে ভীষণ প্রিয়
গোধূলি সন্ধ্যা দাঁড়িয়ে আছি পাড়ার মোড়ে
খোলা আকাশের নীচে
সন্ধ্যার ঘন কালো রং ক্রমশ আমাকে ঘিরতে শুরু করেছে
তুমি এসে কতটা সহজে বলে দিলে এখানেই ইতি টানতে হবে মৃন্ময়ী মায়ের অসুখ করেছে
দেশে ফিরতে হবে
বোধহয় আর আসা হবে না
আমি সেদিন বারবার অপেক্ষার জন্য কাতরে ছিলাম
তুমি রাজি হওনি
সেই মৃন্ময়ী ডাকটা আজও কানে বাজে
কানে বাজে তোমার কথা,কবিতা
তোমার লেখা প্রথম কবিতা আমার জন্য
সেদিন রাজি না হওয়ায় কারণটা আজ বুঝতে পারছি
সকলে মিলে প্রায় জোর করে আমায় বিয়ের পিড়িতে বসানোর চেষ্টা করেছিল বারবার ।
বাবার সাথে সম্পর্কটা ভালো নেই আর ।
যাওয়ার সময় ঠিকানাটা ও দিয়ে যাওনি
কিছু দিনের মধ্যে যোগাযোগটাও বন্ধ করে দিয়েছিলে একেবারে
মনে পড়ে আমাদের প্রথম দেখার কথা
নীলগিরী হাটের পাশেই কবিতার আসর বসত রোজ
তুমি আমার কবিতা শুনে আমায় ভালোবেসে ছিলে
আচ্ছা আমি কি দেখে ভালো বেসেছিলাম ?
তোমার প্রিয় নীল টি শার্টটা
মনে পড়ে দুজনে মিলে কিনেছিলাম নিউ মার্কেট থেকে
তখন তোমার বয়স অল্প
ফরমেল ড্রেস পড়তেই ভালো বাসতে বেশি হাতে ব্লেক কালারের হাত ঘড়ি
অনেকে অনেকবার বলেছিল দেশে গিয়ে তুমি বিয়ে করেছ
বিশ্বাস হয়নি
যাকে ভালো বাসা যায় তাকে কি করে এতটা অবিশ্বাস করতে পারি?
সব বিশ্বাস অবিশ্বাসের পালা শেষ হলো
আজ দেখলাম আবার তোমাকে নিউ মার্কেটে
নতুন মানুষ খুব বায়না ধরেছিল মনে হয়
না হয় তুমি যে কখনো এ পথে ফিরতে না তা আমি অনেক আগেই বুঝতে পেরেছি ।
ভয় পেয়ো না এই চিঠি তোমার ঠিকানায় পৌঁছাবে না ।
তবে বেশ মানিয়েছে দুজনকে ।
ভালো থেকো প্রিয় নীল ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন