রাজা দেবরায়
একজন কৃষক তার পরিবারে স্ত্রী,পুত্র,আর তার বৃদ্ধা মা।কৃষকের উপার্জনের পথ হল কৃষিকর্ম।কিন্তু ফসল ফলার আগ পর্যন্ত কৃষকটির উপার্জন এমন কিছু হয় না। কোনো দিন কৃষক খেয়ে,আবার কোনো কোনো দিন পেটে ভয়ংকর খিদে নিয়ে মাঠে কাজ করে।মাঠে সোনার ফসল ফলবে কিছু পয়সা উপার্জন হবে এটাই তার ভরসা । দীর্ঘদিন জমিতে আবাদের পর মাঠে সোনার ফসল ফলল,কিন্তু ফসল বিক্রি করে সে ন্যায্য মূল্য পেল না।ন্যায্য মূল্য না পাওয়ায় কৃষকটি বসে বসে ভাবছে কি করে চলবে আমাদের সংসার?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন